চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার (২৪ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে নতুন করে আরো ২৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে চট্টগ্রামে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন। সর্বশেষ আট দিনেই ১ হাজার ৬০৬ জন করোনায় শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৬৯ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ২৪৩ জন এবং উপজেলায় ২৬ জন। সবমিলিয়ে চট্টগ্রামে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ২৯২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩৮৪ জন।
তথ্য অনুযায়ী, সর্বশেষ আট দিনেই চট্টগ্রামে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৬ জন। এর মধ্যে গত ১৭ মার্চ চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয় ১৮৩ জন। ১৮ মার্চ ১৫৯ জন, ১৯ মার্চ ২১২, ২০ মার্চ ২০০ জন, ২১ মার্চ ১১১, ২২ মার্চ ২০০, ২৩ মার্চ ২৭২ জন।
আট দিনের এই পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম ক্রমশ বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এজন্য মানুষের উদাসীনতা ও অসচেনতাকেই দায়ী করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
ডা. সেখ ফজলে রাব্বি করোনাভাইরাস সংক্রমণরোধে ঘরের বাইরে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।