রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত
সবুজবাংলা টিভি
প্রকাশ মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, নড়াচড়া করলে বা খাবার গ্রহণ করার পর রুহুল কবির রিজভীর অক্সিজেনের পরিমানটা একটু বাড়াতে হয়। তবে সার্বিক অবস্থা ভাল। তার জ্বর নেই, কাশিও কমছে। প্রতিদিন এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। গতকালের এক্সরের রিপোর্ট থেকে আজকের রিপোর্ট আরেকটু ভাল পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।

এদিকে রিজভীর সার্বক্ষণিক পাশে থাকা তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, আশু রোগ মুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ৪ দিন আগে  তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

এই পাতার আরো খবর