মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ১০ মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ১০ – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২৫ অপরাহ্ন

মানিকগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ১০

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৭৭১ পাঠক

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ের মুশুরিয়া এলাকায় বাস-পিকআপ সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন (২৩) ভোলার লালমোহন উপজেলার মফিজুল ইসলামের ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামীম আল মামুন জানান, পাটুরিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গার্মেন্টসের শ্রমিকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপচালক শামীমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামীম আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ আটক করা হয়েছে। শামীমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Categories

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD