টেলিমেডিসিনে স্বাস্থ্যসেবা দি‌বে ডিএনসিসি টেলিমেডিসিনে স্বাস্থ্যসেবা দি‌বে ডিএনসিসি – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

টেলিমেডিসিনে স্বাস্থ্যসেবা দি‌বে ডিএনসিসি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৭০ পাঠক
করোনা পরিস্থিতি মোকাবিলায় করোনা ভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসা যেন নগরবাসী পায়, সে লক্ষ্যে টেলিমেডিসিন সেবা প্রদান করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)
শুক্রবার (৮ এপ্রিল) থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত ৫টি নগর মাতৃসদনে এ সেবা দেয়া হ‌বে।
বৃহস্প‌তিবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এ তথ‌্য জানান।
‌তি‌নি জানান, টেলিমেডিসিন সেবা প্রদানের জন্য প্রতিটি মাতৃসদনে ৩ জন চিকিৎসক পালাক্রমে ২৪ ঘণ্টা সেবা প্রদানের জন্য নিয়োজিত থাকবে। এই টেলিমেডিসিন সেবা আগামীকাল ৯ এপ্রিল ২০২১ সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
 টেলিমেডিসিন সেবা প্রদানের জন্য নির্ধারিত মাতৃসদনের টেলিফোন নাম্বারগুলো নিচে দেয়া হলো-
নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার, টেলিফোন- ৫৮৩১৪৯৩৩, নারী মৈত্রী, নগর মাতৃসদন, ৩/৫ খ বাঁশবাড়ি, মোহাম্মদপুর, টেলিফোন- ০১৩১১৯৪৬৪৩২, বাঁশবাড়ি, ঢাকা আহসানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ি, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১, টেলিফোন- ০১৩০১-৫৯৬৮৩৯, বাপসা, নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, টেলিফোন, ০১৭৭০-৭২২১৯৪, পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, টেলিফোন, ০১৩১৪-৭৬৬৫৪৫।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে এ সকল টেলিফোন নম্বরে ফোন করে করোনা সংক্রান্ত টেলিমেডিসিন সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD