বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) করোনা আক্রান্ত হবার বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা আক্রান্ত হলেও তার শরীরে তেমন কোন উপসর্গ নেই। এজন্য তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভাল আছে বলেও নিশ্চিত করেছেন তিনি। আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন সাবেক এই অধিনায়ক।