করোনা ভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মৃত্যু। গত ১৩ দিনে মারা গেছেন ৭৯২ জন।
স্বাস্থ্য অধিদফতরের শনিবারের তথ্য অনুযায়ী, কেবল গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৭ জন, যা দেশে করোনা প্রাদুর্ভাবের পর সর্বোচ্চ।
গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত মোট ৩৪৪ জনের মৃত্যু হয়। আর ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল মারা গেছেন ৪৪৮ জন। সে হিসাবে গত এক সপ্তাহে মৃত্যুর হার ৩০ শতাংশ বেড়েছে।
দেশে করোনা ভাইরাসে মোট ৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৪৩ শনাক্তের মোট সংক্রমণে সংখ্যা বেড়ে ৬ লাখ ৭৮ হাজারা ৯৩৭ জন হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনা সংক্রমণের উচ্চ হার অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা ভেঙে পড়তে পারে। ইতোমধ্যে আইসিইউ সংকট প্রকট আকার ধারণ করেছে।
দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর আসে প্রথম মৃত্যুর খবর।