সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলার রায় প্রদানের জন্য আজ রবিবার নির্ধারণ করেছেন আদালত।
গত বৃহস্পতিবার (১ এপ্রিল) রায় ঘোষণার দিন ছিল কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন রায় ঘোষণার পরবর্তী এ দিন ধার্য করেন।
সাবেক এলজিআরডিমন্ত্রী মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ৬ আগস্ট প্রবীর শিকদারের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা হয়।
মামলার বাদী জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। মামলার পর প্রবীর শিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে কারামুক্ত হন।
পরে, ২০১৬ সালের ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন।