৪০ ইঞ্চি উচ্চতার আব্বাস মন্ডলের (৪০) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৪২ ইঞ্চির মিম খাতুন (১৮)। শুক্রবার (৯ এপ্রিল) রাতে তাদের বিয়ে হয়েছে। খর্বকায় এই দম্পতিকে দেখতে সারাদিনই চলছে শৈলকুপার আউশিয়া গ্রামে মানুষের আসা-যাওয়া।
বর আব্বাস মন্ডলের বাড়ি ঝিনাইদহ জেলার আউশিয়া গ্রামে। কনের বাড়ি একই উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামে। তারা উভয়েই শারিরীক প্রতিবন্ধী।
বরের বাবা আজিবর মন্ডল খর্বকায় ছেলের জন্য পাত্রী পাচ্ছিলেন না। আবার কনের বাবা ইউনুস আলীও খর্বকায় মেয়ে মিম খাতুনের জন্য পাত্র খোঁজ করছিলেন। অবশেষে পাত্রের খোঁজ পান। তারপর দু’পক্ষ বসে বিয়ের দিনক্ষণ ঠিক করেন।
দুইজনের বিয়ে হওয়ায় খুশী তাদের পরিবার। বরের মা সালেহা বেগম ছেলের বউকে পেয়ে খুশি। তিনি সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া কামনা করেন।
স্থানীয় লোকেরা জানান, ব্যাতিক্রমী এ নব দম্পতিকে দেখতে তারা আব্বাস মন্ডলের বাড়িতে যান এবং তাদের হাতে উপহার তুলে দেন।
বিয়েতে খুশি আব্বাস ও মিম দম্পতি। তাদের দাম্পত্য জীবন সুখি হবার জন্য চেয়েছেন দোয়া।