ময়লার ঝুড়িতে মিলল শিশুর খন্ডিত পা ময়লার ঝুড়িতে মিলল শিশুর খন্ডিত পা – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:২৯ অপরাহ্ন

ময়লার ঝুড়িতে মিলল শিশুর খন্ডিত পা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৬৫৩ পাঠক

সিলেট নগরের চারাদিঘীর পাড় এলাকায় ময়লার ঝুড়ি থেকে শিশুর দুটি খন্ডিত পা উদ্ধার হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পা দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, পা দেখে বোঝা যাচ্ছে শিশুর বয়স ৬-৭ বছর হবে। এর আগেও ওই এলাকায় একাধিকবার শিশুর লাশ পাওয়া গেছে। চারাদিঘীর পাড় এলাকায় একটি অরক্ষিত কবরস্থান থেকে মাঝেমাঝেই কুকুর-শেয়াল লাশ তুলে রাস্তায় ফেলে যায়। তবে শিশুর পা দুটি ময়নাতদেন্তর জন্য পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাশের কবরস্থান থেকে শেয়াল অথবা কুকুর এই কাজটি করে থাকতে পারে। তবুও গুরুত্বের সাথে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য পা দুটি হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ত পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Categories

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD