বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী বিএনপি’র পক্ষে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক এবং জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের সদস্য ডা. মো. রফিকুল ইসলাম।
চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার (১৩ এপ্রিল) সায়েদাবাদ জাবেল-এ-নুর মাদ্রাসা, কদমতলী জামিয়া ইসলামিয়া ফজলুল উলূম লিল্লাহ বোর্ডিং এতিমখানা, মানিকনগর জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা এবং মালিবাগের নারী হোস্টেলে পর্যাপ্ত পরিমাণ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও নিত্যপ্রয়োজনীয় ওষুধ সম্বলিত স্বাস্থ্য সুরক্ষা বক্স হস্তান্তর করা হয়।
মাদ্রাসাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত কামনা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন কাজল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য সম্পাদক ডাঃ জাহিদুল কবির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.এ. গাফফার ও পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।