করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যাপক, লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক এবং বাংলা একাডেমির সাবেক পরিচালক শামসুজ্জামান খানের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কঠোর বিধিনিষেধ, রোজার পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত সম্ভব শামসুজ্জামান খানের দাফন সম্পন্ন হবে। শামসুজ্জামান খানের শেখ ইচ্ছে ছিল মানিকগঞ্জে মা-বাবার কররের পাশে সমাহিত হওয়ার। তাবে তাকে কোথায় দাফন করা হবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি।
জানা গেছে, কিছুদিন আগে করোনা পজিটিভ হলে শামসুজ্জামান খানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শামসুজ্জামান খান ১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কাজ বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা।