পাকিস্তানে চলমান উত্তাল পরিস্থিতির প্রেক্ষিতে নিজেদের নাগরিকদের পাকিস্তান ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ফ্রান্স। এছাড়াও সেখানে তাদের কোম্পানিগুলোও বন্ধ করার পরামর্শ দিয়ে এক বার্তা দেয়া হয়েছে। সূত্র রয়টার্স।
সম্প্রতি পাকিস্তানের কট্টরপন্থী ধর্মভিত্তিক দল তেহরিক-ই-লাব্বাইক (টিএলপি) এর শীর্ষ নেতা সাদ রিজভীকে গ্রেফতারের পর বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে পাকিস্তানে। তাকে গ্রেফতারের পেছনে গত বছরের ফ্রান্সবিরোধী আন্দোলনকে দায়ী করা হচ্ছে। এ ঘটনায় বিক্ষোভকারীদের পুলিশের সঙ্গে সংঘর্ষসহ হতাহতের ঘটনাও ঘটেছে।
এই পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের পাকিস্তানে সুরক্ষিত মনে করছে না ফ্রান্সের সরকার। ফরাসি এক সূত্র রয়টার্স জানায়, পাকিস্তানের অবস্থা খুবই গুরুতর। আমরা জানি সেখানকার পরিস্থিতি যেকোন সময় খারাপের দিকে যেতে পারে। এজন্য তারা ফরাসি নাগরিকদের পাকিস্তান ত্যাগ করা এবং সেখানকার কোম্পানিগুলো আপাতত বন্ধ রাখার কথা জানানো হয়েছে।