পুত্রসন্তানের নাম জানালেন সাকিব পুত্রসন্তানের নাম জানালেন সাকিব – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

পুত্রসন্তানের নাম জানালেন সাকিব

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৭০৮ পাঠক

দুই কন্যা সন্তানের পর গত মার্চে ছেলে সন্তানের বাবা হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর থেকে ছেলেকে গণমাধ্যমের কাছে আড়াল করে রেখেছেন তিনি। শুধু ছেলেকেই নয়, তার নামও এতদিন সবার অজানা ছিল। তবে এবার আর গোপন রাখতে পারলেন না তিনি, নিজের ফেসবুকে ছেলে সন্তানের নাম জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ফেসবুকে দেয়া এক পোস্টে সাকিব জানান, তার ছেলের নাম রাখা হয়েছে, আইজাহ আল হাসান। আইজাহ নামের ইসলামিক অর্থ ‘স্পষ্পকরণ’ ‘বর্ণনামূলক’। বর্তমানে আইপিএল খেলতে ভারতে আছেন সাকিব। তার পরিবারের সবাইকে জার্সি উপহার দিয়েছেন কলকালা নাইট রাইডার্স।

সেই জার্সিগুলোর ছবি পোস্ট করে ক্যাপশনে নিজের পুত্র সন্তানের নাম লেখেন সাকিব।

সাকিব লিখেছেন, আমাদের ছেলে আইজাহ আল হাসানকে জন্মের এক মাসের শুভেচ্ছা। আমাদের ছোট্ট পরিবারকে তুমি পরিপূর্ণ করেছে।
তুমি দুই সুন্দর বোনের প্রিয় ভাই যারা তোমাকে পেয়ে আনন্দে আটখানা। আর আমরাও এর চেয়ে বেশি হতে পারতাম না বাবা! আমার পরিপূর্ণ  পৃথিবী।

সাকিবের বড় মেয়ের নাম আলায়না আল হাসান এবং ছোট মেয়ে অর্থাৎ দ্বিতীয় সন্তানের নাম ইরাম আল হাসান।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Categories

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD