দীর্ঘ ১৩ দিন পর নিজ ঘরে ফিরলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নিজের বাসায় ফিরেছেন বলে জানান এই অভিনেতা।
গত ৪ এপ্রিল ছেলে ফারদিন ও নব পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশাসহ করোনায় আক্রান্ত হন অভিনেত্রী মৌসুমী। এরপর থেকে তারা বাসায় আইসোলেশনে ছিলেন। সে কারণে ১৩ দিন বাসার বাইরে ছিলেন ওমর সানি। পরিবারের সবার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। সবাই এখন সুস্থ আছেন।
বাসায় ফিরে ওমর সানি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম। আমার পরিবারকে আল্লাহ হেফাজত করছেন। হে আল্লাহ আপনার কাছে আমার সেজদা, রোজার উছিলায় এই মহামারি দূর করে দেন।
এর আগে ধুমধাম করে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দেন মৌসুমী-ওমর সানি। বিয়ের দাওয়াতে আসা কয়েকজন আত্মীয়-স্বজনও অসুস্থ হন বলে নিশ্চিত করেন ওমর সানি।