করোনায় আক্রান্ত হয়ে অ্যাডভোকেট মঞ্জুর কাদির ও অ্যাডভোকেট রেজিনা চৌধুরী জেনি নামের দুই সুপ্রিম কোর্টের আইনজীবী মারা গেছেন।
বৃস্পতিবার (১৫ এপ্রিল) দিনগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মঞ্জুর কাদির বৃহ এবং শুক্রবার দুপুরে অ্যাডভোকেট রেজিনা চৌধুরী জেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাতক্ষীরা নিবাসী মঞ্জুর কাদিরের স্ত্রী শামসাদ বানু এরিকাও সুপ্রিম কোর্টের আইনজীবী। আইনজীবী মঞ্জুর কাদির ১৯৯৬ সালের ৭ মার্চ হাইকোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রয়াত আইনজীবী মো. খলিলুর রহমানের মেয়ে রেজিনা চৌধুরী ১৯৯৫ সালের ১২ আগস্ট হাইকোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীসময়ে ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।