দেশে এখন লকডাউন নয়, ক্র্যাকডাউন চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার (১৬ এপ্রিল) করোনামুক্ত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
হিংসাত্মক রাজনীতি বন্ধ রাখার আহ্বান জানিয়ে মান্না বলেন, দেশে এখন লকডাউন নয়, ক্র্যাকডাউন চলছে। বিরোধী দলের নেতাকর্মীদের বেধড়ক গ্রেফতার করা হচ্ছে। তাদের রিমান্ডে নিয়ে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছে। অন্তত এই সময় হিংসাত্মক রাজনীতি বন্ধ রাখুন।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, দেশের ভয়ানক পরিস্থিতির মধ্যেও ক্ষমতালিপ্সা বর্তমান সরকারকে আকণ্ঠ গ্রাস করেছে। তারা দেশের ধ্বংস ডেকে আনছে। হিংসা-বিদ্বেষ পুষে রেখে করোনা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।
মান্না বলেন, অবিলম্বে হামলা, মামলা, গ্রেফতার, রিমান্ড বন্ধ করুন। সব রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় শক্তি এবং দেশবাসীকে সঙ্গে নিয়ে এই বিপর্যয় মোকাবিলায় সচেষ্ট হোন। যাতে আমরা ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াতে পারি।
ভিডিও বার্তায় সরকারের উদ্দেশে তিনি বলেন, কারখানা চালু রাখবেন, অন্য জায়গায় অন্য অনুষ্ঠান করবেন, আবার মসজিদে ২০ জনের বেশি ঢুকতে দেবেন না- এটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এভাবে হিংসাত্মক রাজনীতি বন্ধ করুন। গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কিন্তু পারবেন না। এখনও জানি না এই মহামারি কতদিন চলবে, কত বড় বিপর্যয় আসবে, সেজন্য সবাইকে নিয়ে একসঙ্গে এই বিপর্যয় মোকাবিলা করতে উদ্যোগী হবেন, সেটাই আশা করি।