করোনায় লণ্ডভণ্ড তামাম দুনিয়া। ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে বিশ্বের প্রায় সব দেশেই বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। প্রাণঘাতি এ ভাইরাসটিতে শুক্রবার (১৬ এপ্রিল) পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার ৮০০ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ লাখ ৩৬ হাজার ২৯৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ হাজার ৮৩৯ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৯৯ হাজার ২৪৬ জনে।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত করোনার আপডেট রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যে সবশেষ এ বিশ্বচিত্র দেখা গেছে।
তথ্য বলছে, ভাইরাসটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন মারা গেছে। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৯৩ জন আক্রান্ত ও ৩ লাখ ৬৫ হাজার ৯৫৪ জনের মৃত্যু হয়েছে।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। মৃত্যুতেও দেশটি রয়েছে চতুর্থ অবস্থানে। ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জন এবং ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন মৃত্যুবরণ করেছেন।
এছাড়া অন্যান্য দেশগুলোর মধ্যে ফ্রান্সে এখন পর্যন্ত ৫১ লাখ ৮৭ হাজার ৮৭৯ জন, রাশিয়ায় ৪৬ লাখ ৭৫ হাজার ১৫৩ জন, যুক্তরাজ্যে ৪৩ লাখ ৮০ হাজার ৯৭৬ জন, ইতালিতে ৩৮ লাখ ২৬ হাজার ১৫৬ জন, তুরস্কে ৪০ লাখ ৮৬ হাজার ৯৫৭ জন, স্পেনে ৩৩ লাখ ৯৬ হাজার ৬৮৫ জন, জার্মানিতে ৩০ লাখ ৯৫ হাজার ১৬ জন এবং মেক্সিকোতে ২২ লাখ ৯১ হাজার ২৪৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
মৃত্যুর তালিকায় ফ্রান্সে এ পর্যন্ত ১ লাখ ৭৩ জন, রাশিয়ায় ১ লাখ ৪ হাজার ৩৯৮ জন, যুক্তরাজ্যে ১ লাখ ২৭ হাজার ১৯১ জন, ইতালিতে ১ লাখ ১৫ হাজার ৯৩৭ জন, তুরস্ক ৩৪ হাজার ৩১ জন, স্পেন ৭৬ হাজার ৮৮২ জন, জার্মানি ৮০ হাজার ১৪১ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১০ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন, মারা গেছেন ১০ হাজার ৮১ জন আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।