দেশব্যাপী করোনার সংক্রমণ বাড়ছেই। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনাকে। এবার প্রাণঘাতী এই ভাইরাসটি মেয়েদের ফুটবল অঙ্গনেও হানা বসিয়েছে। এতে আক্রান্ত হয়েছেন ৫ নারী ফটবলার।
আক্রান্তরা হলেন- কৃষ্ণা রানী সরকার, মনিকা চাকমা, ঋতুপর্না চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা ও আনাই গোগিনী। তাদের সবাই বাফুফে ভবনে আইসোলেশনে আছেন।
আক্রান্ত সবাই মেয়েদের লিগে খেলছিল। কিন্তু করোনায় ৫ এপ্রিল বন্ধ হয়ে যায় এই লিগ। তখন সবাই বসুদ্ধরার ক্যাম্প ছেড়ে বাফুফে ভবনে গিয়ে উঠে। সেখানে রুটিনমাফিক গত ১২ এপ্রিল তাদের করোনা পরীক্ষা হলে তাদের করোনার টেস্টের ফল পজিটিব আসে।
জাতীয় দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ওরা সবাই আগের চেয়ে ভালো আছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছে। শিগগিরই তাদের আবারও পরীক্ষা করা হবে।