করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোয় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞাও আরও সাত দিন বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে এই বিধিনিষেধের মধ্যেও প্রবাসী কর্মীদের জন্য ৫টি দেশে বিশেষ ফ্লাইট অব্যাহত থাকবে। এর পাশাপাশি ট্রানজিট ফ্লাইট চালুর সিদ্ধান্তু নিয়েছে বেবিচক।
কঠোর লকডাউনে প্রবাসী কর্মীদের কথা চিন্তা করে শনিবার (১৭ এপ্রিল) থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শতাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এবার প্রাথমিকভাবে বুধবার (২১ এপ্রিল) থেকে ট্রানজিট ফ্লাইট এক সপ্তাহের জন্য চালুর সিদ্ধান্ত হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, বুধবার (২১ এপ্রিল) থেকে ট্রানজিট ফ্লাইট চালু করতে যাচ্ছি। মঙ্গলবার (২০ এপ্রিল) আমরা একটি বিজ্ঞপ্তি দিয়ে দেবো। তবে ট্রানজিট ফ্লাইটে শুধু বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে যাওয়া যাবে কিন্তু দেশে প্রবেশ করা যাবে না।
এসব ট্রানজিট ফ্লাইট প্রবাসী কর্মীসহ সবার জন্য উন্মুক্ত। এছাড়া লকডাউন চলাকালে কার্গো প্লেন, বিশেষ বা চার্টার্ড ফ্লাইট, এয়ার অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে।