ব্যাংক ও পুঁজিবাজারের পর করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত লকডাউনের মধ্যে বিমা কোম্পানির অফিসও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে সীমিত পরিসরে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্তণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সকাল ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে। সোমবার (১৯ এপ্রিল) আইডিআরএর নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতারের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআরএ) আবেদন বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আদলে সব বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা স্বাস্থ্যবিধি মেনে সীমতি আকারে খোলার অনুমোদন চেয়েছিল বিআইএ।