টলিউডে করোনার থাবা বেড়েই চলেছে। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানান তিনি।
করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে শুভশ্রী লিখেছেন— ‘‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আমাদের ৬ মাস বয়সী পুত্র যুবান সুস্থ ও নিরাপদে আছে। আমি বাসায় আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুসরণ করছি। আপনারা সবাই নিরাপদে থাকবেন।’’
শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী ব্যারাকপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। নির্বাচনি প্রচারে বর্তমানে সেখানে অবস্থান করছেন তিনি। গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই পরিচালক।
টলিউডের আরেক জনপ্রিয় চিত্রনায়ক জিৎ আজ দুপুরে জানিয়েছেন, তিনি করোনা পজিটিভ। চিকিৎসকের পরামর্শে তিনিও বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর আগে টলিউডের একঝাঁক অভিনয়শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন—কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, দেব, রুক্মিনি মৈত্র, ভারত কৌল প্রমুখ। তারা সবাই এখন করোনামুক্ত।