হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে সাদা পোশাকের কিছু পুলিশ তাকে আটক করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।
এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বাসাবো থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।