টাঙ্গাইলের গোপালপুরে এক ব্যক্তির বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি চাল ৭৬ বস্তা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার মধ্যপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ি থেকে ওই পরিমাণ চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।
গোপালপুর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুরের চাতুটিয়ার মধ্যপাড়া গ্রামে অভিযান চালানো হয়। আমাদের কাছে খবর আসে, খাদ্যবান্ধব কর্মসূচির চাল দুই ব্যক্তি কিনে লাল মিয়ার বাড়িতে লুকিয়ে রেখেছেন। অভিযান চালিয়ে আমরা ৭৬ বস্তা চাল উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।