তামিম ইকবাল ১০ রান দূরে থেকে আউট হলেও প্রথম দিন সেঞ্চুরি উদযাপন করেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন শান্তর সঙ্গে ২০০ রানের জুটি গড়ার পথে অধিনায়ক মুমিনুল হক বিদেশের মাটিতে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকটি তুলে নিলেন।
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৭৬ রান তোলা বাংলাদেশ ২ উইকেটে ৩৭৮ রিন নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছে। শান্ত ১৫৫ ও মুমিনুল ১০৭ রান নিয়ে অপরাজিত আছেন।
পাল্লেকেটে টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতো কেটেছিল বাংলাদেশের। তামিম ইকবালের আগ্রাসী ৯০ রানের ইনিংসের পর অধিনায়ক মুমিনুল হক ও সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত অবিচ্ছিন্ন থেকেই দিন শেষ করেছে। তিন সেশনে ১০০ করে দিন শেষে ২ উইকেটে তুলেছে ৩০২ রান। শেষ বিকেলে শান্ত ১২৬ ও মুমিনুল ৬৪ রানে অপরাজিত ছিলেন।
প্রথম দিনের ধারাবাহিকতা ধরে রেখে মুমিনুল-শান্ত জুটি দ্বিতীয় দিনের প্রথম সেশনেও নিজেদের অবিচ্ছিন্ন রেখেছে। তাদের ব্যাটেই বড় সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ।
গতকাল টসে জিতে ব্যাট করতে নেমে অপেনার সাইফ হাসান শূন্য রানে সাজঘরে ফিরেন। তৃতীয় ওভারে বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। দলীয় ৮ রানে প্রথম উইকেটের পতনের পর তামিম-শান্ত মিলে ১৪৪ রানের জুটি গড়েন। দলীয় ১৫২ রানে ৯০ রান করা তামিম স্লিপে ক্যাচ তুলে ফার্নান্দোর শিকারে পরিণত হন।