করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লিও সাহা কেনেডি (৪০)। শুক্রবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ব্যারিস্টার লিও সাহার মৃত্যুর বিষয়টি তার ব্নধু ব্যারিস্টার সৌমিত্র সরদার নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৯ এপ্রিল লিও সাহা কেনেডির করোনা ধারা পড়ে। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ শুক্রবার সাড়ে ১১টার দিকে মারা যায় সে।
ব্যারিস্টার লিও সাহার কেনেডির বাড়ি ভোলায়। তার বাবা ভোলা জজ কোর্টের একজন আইনজীবী। লিও সাহা কেনেডির স্ত্রী ও চার বছর বয়সের এক সন্তান রয়েছে।