শ্রীলংকার বিপক্ষে কেন্ডি টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হাকের সেঞ্চুরি আর তামিম ইকবার, মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
শুক্রবার (২৩ এপ্রিল) তৃতীয় দিনের মধ্যাহ্নে বিরতির ঠিক আগে ব্যাটিংয়ে নেমে ১১ রান করে লাঞ্চে যায় শ্রীলংকা। বিরতি থেকে ফিরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন লংকান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে।
উদ্বোধনীতে তারা ১১৪ রানের জুটি গড়েন। তাদের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ১২৫ বলে ৮টি চারের সাহায্যে ৫৮ রান করা লাহিরু থিরিমান্নে।
তিন ব্যাটিংয়ে নামা ওসাদা ফার্নান্দো হাত খুলে খেলার আগেই তাকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। বাংলাদেশি এই গতিময় পেসারের বলে উইকেট কিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফার্নান্দো। তার আগে ৪৩ বলে ৮টি বাউন্ডারিতে করেন ২০ রান। তার বিদায়ের মধ্যে দিয়ে ১৫৭ রানে ২ ইউকেট হারায় শ্রীলংকা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩ ইউকেটে ২০৮ রান।