পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে সাংবাদিকের লাইভের মাঝে ঢুকে পড়ে লকডাউন নিয়ে প্রশ্ন তোলা পথশিশু মারুফকে বৃহস্পতিবার থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় দেখা যাচ্ছে না।
শিশুটির অবস্থান সম্পর্কে তার সঙ্গী পথশিশুরা কিছু বলতে পারছে না। এলাকবাসী ও পুলিশ বলছে, মারুফের কোনও খোঁজ নেই। তার খোঁজ-খবর রাখা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও কোনও তথ্য নেই।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে গত সোমবার দুপুরে ফেসবুক লাইভ করেন সময়ের কষ্ঠস্বর নামের একটি অনলাইন সংবাদ মাধ্যমের প্রধান প্রতিবেদক পলাশ মল্লিক। পলাশ মল্লিকের কথা বলার সময় প্রায় শেষের দিকে ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়ে পথশিশু মারুফ। ওই সময় সে বলে উঠে ‘এই যে লকডাউন দিছে, মানুষ খাবে কী? সামনে ঈদ। এ মাননীয় মন্ত্রী একটা লকডাউন দিছে, এটা ভুয়া। থ্যাঙ্কু