জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সুবিধা পওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গ। শ্রীলঙ্গকায় টেস্ট চলাকালে এ বিষয়ে বিবিসির গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলাপ করেছেন বলে জানান তিনি।
রাসেল বলেন, জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত রাখতে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা নিয়ে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে কিছুদিন ধরে আলাপ করছি। দলের বাইরে থাকা ক্রিকেটারও যেন নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যান সেটি আমরা নিশ্চিত করতে চাই। উদাহরণস্বরূপ- সৌম্য, মাহমুদুল্লাহ এখন কি করছে? কে তাদের খেয়াল রাখছে? তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে তো?
সৌম্য-মাহমুদউল্লাহকে নিয়ে বিশেষভাবে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তরুণ ক্রিকেটারদের মত হাই পারফরমেন্স ইউনিটের অধীনে সিনিয়র ক্রিকেটাররা থাকেন না। তাই তাদের জন্য সঠিক প্রস্তুতি চালিয়ে কঠিন। কোন খেলোয়াড় দলের বাইরে থেকেও যেন সকল সুবিধা পায় সেটি আমাদের নিশ্চিত করতে হবে। সেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জও বটে। আশা করি ভবিষ্যতে এর সমাধান পাওয়া যাবে।