সৌদি আরবের পাঠ্যক্রমে মহাকাব্য রামায়ণ ও মহাভারত অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আগামী প্রজন্মকে বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এই উদ্যোগটি সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের আওতাধীন।
যুবরাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সৌদি আরবের একজন শিক্ষক নৌফ আলমারওয়াই জানান, সৌদি আরবের নতুন ‘ভিশন ২০৩০’ আগামী প্রজন্মকে সহাবস্থানে বিশ্বাসী ও সহনশীল প্রজন্ম তৈরিতে সহায়তা করবে। এছাড়া পাঠ্যক্রমে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, রামায়ণ, মহাভারত এবং ধর্ম যোগ করা হয়েছে।
সৌদি আরবের যুবরাজ বিন সালমান এর আগেও দেশটির শিক্ষা ব্যবস্থা সংস্কার করেন। এই প্রকল্পের আওতায়ই এর আগে সৌদি আরবে ইংরেজ ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়।