ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কুমিল্লার মুরাদনগর থানায় আরো একটি মামলা করা হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল বাদী হয়ে মামলাটি করেছেন বলে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান।
মামলার বাদী আতিকুর রহমান হেলাল বলেন, ‘আজ (রবিবার) দুপুরে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্তের পর নূরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নূর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। বাংলাদেশের যথাযথ আইনি অনুযায়ী তার শাস্তি হওয়া উচিত।
এর আগে, ২২ এপ্রিল কুমিল্লার দেবীদ্বার থানায় স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকার একই অভিযোগে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।