গেল সপ্তাহেই কোচ হোসে মরিনহোকে ছাঁটাই করেছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্স। কিন্তু তাতেও সাফল্য অধরাই রয়ে গেল। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কাছে লিগ কাপ শিরোপা হারানোর তিক্ততা গিলতে হলো টটেনহ্যাম হটস্পার্সকে।
রবিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে টটেনহ্যাম হটস্পার্সকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপ শিরোপা ঘরে তুলেছে ম্যান সিটি।
গোলশূন্য প্রথমার্ধ শেষে ম্যাচের ৮২তম মিনিটে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে চমৎকার হেডে জয়সূচক গোলটি করেছেন সিটির ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্ত।
১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার লিগ কাপের শিরোপা জিতেছিল লিভারপুল। এবার দ্বিতীয় কোনও ক্লাব হিসেবে টানা চারবার লিগ কাপ শিরোপা জিতে লিভারপুলের রেকর্ডে ভাগ বসালো পেপ গার্দিওলার শিষ্যরা। বিপরীতে টটেনহাম সব প্রতিযোগিতা মিলে চারটি ফাইনালে হেরেছে।