ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের চালানো তাণ্ডবের ঘটনায় বদলি হলেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন বদলির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বদলির সঠিক কারণ আমরা জানি না। ২৯ তারিখের মধ্যে তিনি রংপুর রেঞ্জে সংযুক্ত হবেন।’
প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি, বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ৫৫টি মামলা হয়েছে। এসব মামলায় সোমবার পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।