রাজধানীর দুটি মামলায় হেফাজতে ইসলামীর বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিনকে ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন জালাল উদ্দিনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মতিঝিল থানার মামলা ও চলতি বছরের মার্চে বায়তুল মোকাররমে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় তিনদিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ এপ্রিল জালাল উদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতারর করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।