বোনের প্রেমে আপত্তি করায় ভাইকে হত্যার পরিকল্পনা করে বোন নিজেই। এরপর প্রেমিককে দিয়ে ভাইকে হত্যা করিয়ে লাশ তিন টুকরো করে বনে ফেলে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের ধারওয়াড় এলাকায়। আর এ ঘটনাটি ঘটিয়েছেন কন্নড় অভিনেত্রী শানায়া কাটওয়েক আর তার প্রেমিক নিয়াজ আহমেদ। এ ঘটনায় অভিনেত্রী শানায়াকে গত বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবরে বলা হয়, শানায়ার সঙ্গে নিয়াজের প্রেম নিয়ে আপত্তি ছিল শানায়ার ভাই রাকেশ কাটওয়েকের। এতেই ভাইয়ের উপর ক্ষোভ জন্মে তার। প্রেমিকের সঙ্গে চক্রন্ত করে ভাইকে হত্যার।
এরপর নিজ বাড়িতেই হত্যা করা হয় রাকেশকে। নিয়াজের আরও কয়েকজনের সঙ্গে মিলে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় শায়না নিজে উপস্থিতও ছিলেন। পরে রাকেশের শরীর তিন টুকরো করে বনে ফেলে দেয়া হয়।
এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে নিয়াজ আহমেদ (২১), আলতাফ মোল্লা (২৪), আমান গিরানিওয়াল (১৯) ও তৌসিফ চন্নপুরকে গ্রেফতার করে। তারা জিজ্ঞাসাবাদে শায়নার জড়িত থাকার বিষয়ে জানায়। পরে পুলিশ শানায়াকেন গ্রেফতার করে।