করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হবে বলে জানা গেছে। পরে সিটিস্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছে। তবে তার হাসপাতালে থাকাটা নির্ভর করছে চিকিৎসকদের চুড়ান্ত সিদ্ধান্তের উপর।
এর আগে, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোর পর পুনরায় তাকে গুলশানের বাসায় নেওয়া হবে বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছিলো।
তখন চিকিৎসক দলের পক্ষ থেকে জানানো হয়েছিলো, ম্যাডামের করোনা আক্রান্ত হওয়া দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। কোভিডের সকল জটিলতা দ্বিতীয় সপ্তাহেই শুরু হয়। সেজন্য আমরা বাড়তি সাবধানতা অবলম্বন করতে চাই।
অক্সিজেনের মাত্রা, পালসসহ বাকি সব দিক থেকেই তিনি ভালো আছেন। আমরা শুধু তার সিটি স্ক্যান করাতে চাই। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে যদি মনে হয় তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া সম্ভব, তাহলে সেটাই করা হবে।