নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারিশ পোল্ট্রিডের কাভার্ড ভ্যানের ধাক্কায় রুবি আক্তার(৩১) ও তার মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী ফাতেমা-তুজ জোহরা (১২) নিহত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হন নিহত রুবি আক্তারের মেয়ে নাফিজা (০৬) এবং অটোরিক্সা চালক হুমায়ুন মিয়া (৩২)।
নিহত রুবি আক্তার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও ফাতেমা-তুজ-জোহরা তার বড় মেয়ে।
জেলার ভোলাব ইউনিয়নের তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, বিরাবে নিজ বাড়ী থেকে নজরুল ইসলামের স্ত্রী রুবি আক্তার তার বড় মেয়ে করাটিয়া মহিলা মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা-তুজ-জোহরা (১২) ও ছোট মেয়ে নাফিজা আক্তারকে (০৬) সাথে নিয়ে অটোরিক্সা যোগে বাবার বাড়ী কালাদীর উদ্দেশ্য যাচ্ছিল। অটোরিক্সাটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌছালে গাজীপুরগামী নারিশ পোল্ট্রি ফিডের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১২-১৮৪১) অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি আক্তার, তার বড় মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা নিহত হয়। আহত হয় ছোট মেয়ে নাফিজা আক্তার ও অটোরিক্সা চালক হুমায়ুন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাবার সময় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, গাজীপুরের কাপাসিয়া থানাধীন চিনাঢুলি এলাকার দিনেশ চন্দ্রের ছেলে তপন চন্দ্র ও একই জেলার তরগাও এলাকার কাদের মাঝির ছেলে তারেক মাঝি।