জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল আমেরিকায় মরণোত্তর দেহ দান করেছেন।
তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমি আমার দেহটা দান করে দিয়েছি। যদি আমেরিকায় আমার মৃত্যু হয় তবে আমার চোখ থেকে শুরু করে শরীরের সব প্রয়োজনীয় অংশ তারা নিয়ে যাবে। আর যদি বাংলাদেশে মারা যাই তাহলেও যাতে একই কাজ করা হয় সেটার জন্য উপায় খুঁজছি।’
টুটুল আরও বলেন, ‘আমি জীবনটাকে মানবকল্যাণে উৎসর্গ করতে চাই। মরার পর দেহের অপ্রয়োজনীয় অংশটুকু দিয়ে একটা সমাধি হলেই চলবে। সেটা আমার পরিবার, ছেলেমেয়েরা দেখবে।’
এ সংগীতশিল্পী বলেন, ‘মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে। অনেক পাওয়াও থাকে। মরে যাওয়ার যে তৃপ্তিটা লাগে সেটা আমার হয়েছে। নিজের অতীত জীবনের গুনাহগুলো যেন মাফ নিয়ে মরতে পারি। আমার আল্লাহ ও মানুষ যেন আমাকে মাফ করে দেন।’