বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

নিষিদ্ধ হলেন নুয়ান জয়সা

সবুজবাংলা টিভি / ৩৪৮ পাঠক
প্রকাশ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার সাবেক পেস বোলার ও বোলিং কোচ নুয়ান জয়সা।

গতকাল বুধবার (২৮ এপ্রিল) তার এ শাস্তির ঘোষণা দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র দুর্নীতি দমন বিভাগ।

শাস্তি ঘোষণার পর ওই বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, ‘১০ বছরের ক্যারিয়ারে অনেক দুর্নীতিবিরোধী সেশনে অংশ নিয়েছেন নুয়ান। জাতীয় দলের কোচ হিসেবে রোল মডেল হিসেবে কাজ করা উচিত ছিল তার। কিন্তু তিনি নিজেই দুর্নীতিতে জড়িয়েছেন এবং অন্যদেরও দুর্নীতিতে জড়াতে প্রভাবিত করেছে।’

নুয়ানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার পাশাপাশি আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের যে অভিযোগ আনা হয়েছিল, তা প্রমাণিত হওয়াতেই তাকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

২০১৮ সালের ৩১ অক্টোবর থেকেই প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল নুয়ানকে। ২০১৭ সালে শারজায় টি-১০ লিগে সরাসরি ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কার জাতীয় দলের জার্সিতে ৩০ টেস্ট ও ৯৫ ওয়ানডে খেলা সাবেক এ পেস বোলার সাদা পোশাকে ৬৪ ও ওয়ানডেতে ১০৮ উইকেট শিকার করেছেন। ক্যারিয়ারে এই লঙ্কান পেসার তিনটি আইপিএল ম্যাচও খেলেছেন।

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ও শ্রীলঙ্কার জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ‍নুয়ান।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর