বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:১১ অপরাহ্ন

সাংবাদিকদের করোনা সুরক্ষা সামগ্রী দিলো বিএনপি

সবুজবাংলা টিভি / ৩৬০ পাঠক
প্রকাশ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

ঢাকায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকদের করোনা সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে সাংবাদিকদের হাতে এ করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসে নাকাল পুরো বিশ্ব। করোনা মহামারি থেকে আমরা কবে পরিত্রাণ পাবো এটা কারোরই জানা নেই। এই মহামারির সময়েও সামনে থেকে কাজ করছেন সাংবাদিক ভাইয়েরা। তাই সাংবাদিকদের পাশে থাকা আমাদের দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা মহামারিতে আমরা সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করছি। বিএনপি অতীতের ন্যায় সব সময় সাংবাদিকদের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক, দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম লাভলু, সমকালের কামরুল হাসান, ব্রেকিং নিউজের আতিক হাসান, মানবজমিনের শাহনেওয়াজ বাবলু প্রমুখ।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর