ইসরায়েলে ধর্মীয় উৎসবে হুড়োহুড়িতে ৪৪ ইহুদির প্রাণহানি ইসরায়েলে ধর্মীয় উৎসবে হুড়োহুড়িতে ৪৪ ইহুদির প্রাণহানি – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ইসরায়েলে ধর্মীয় উৎসবে হুড়োহুড়িতে ৪৪ ইহুদির প্রাণহানি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১ মে, ২০২১
  • ২২০ পাঠক

ইসরায়েলে চরম কট্টরপন্থি ইহুদিদের বৃহত্তম ধর্মীয় উৎসবে হুড়োহুড়িতে কমপক্ষে ৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

দেশটির উত্তর-পূবাঞ্চলীয় মেরন শহরে ‘ল্যাগ বাওমার’ উৎসবে এ প্রাণহানির ঘটনা ঘটে। সে দেশের শীর্ষ সংবাদমাধ্যম হারিটজ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

হিব্রু ক্যালেন্ডারের দ্বিতীয় মাস ‘ইয়্যার’ এর ১৮ তারিখ থেকে গণনা করে ৩৩তম দিনে ইসরায়েলের মেরন শহরে ‘ল্যাগ বাওমার’ উৎসব পালিত হয়। তীর্থস্থানে পৌঁছে আগুন জ্বালিয়ে, নৃত্য করে এবং প্রার্থনার মধ্য দিয়ে ইহুদিরা এ ‍উৎসব পালন করেন।

গতকাল বৃহস্পতিবার দেশটির লাখো মানুষ মেরন শহরের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে সেখানে ব্যাপক ভিড় হয়। এক পর্যায়ে মানুষের চাপে হুড়োহুড়ি লেগে গেলে ৪৪ জনের প্রাণহানি হয়। এসময় আরও অন্তত শতাধিক লোক আহত হন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা মেগান ডেভিড অ্যাডাম (এমডিএ) মৃতের সংখ্যা উল্লেখ না করলেও বহু হতাহতের বিষয়টি স্বীকার করেছে।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে ‘কঠিন দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন।

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গেল এক বছরে ইসরায়েলে এটিই ছিল সবচেয়ে বড় কোনও উৎসব পালনের ঘটনা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার মেরনে লাখো মানুষ জড়ো হয়। শুক্রবার আরও মানুষে সেখানে যাওয়ার কথা রয়েছে। গেল বছর করোনার কারণে এ উৎসব পালন স্থগিত করা হয়েছিল। তবে এবার সারা দেশে দ্রুতগতিতে টিকাদান সম্পন্ন করার পর সরকার এ উৎসব পালনে অনুমতি দেয়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD