২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়িকা পলি। এরপর একে একে আরও ১১৩টি সিনেমায় অভিনয় করেন এ নায়িকা। যার বেশিরভাগ ছবিই ছিল অশ্লীলতা আর আপত্তিকর দৃশ্যে ঠাসা। সবশেষ ২০১২ সালে ‘এক নম্বর আসামি’ ছবি করে পর্দার অন্তরালে চলে যান তিনি।
এরপর থেকেই পলির আর কোনও খোঁজ ছিল না। কিন্তু সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন থাকতেই পারে, চিত্রনায়িকা পলি এখন কোথায় কিংবা কী করছেন?
পলি এখন স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে থাকেন। ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নায়িকা। তাদের একটা পোল্ট্রি ফিডের কোম্পানি আছে। পাশাপাশি একটা বুটিক হাউজও পরিচালনা করছেন পলি।
রুপালি পর্দার ক্যারিয়ার ছেড়ে ব্যবসায়ী হয়ে উঠার কারণ প্রসঙ্গে পলি বলেন, ‘চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করেছি। কিন্তু সেটার ফল সেভাবে পাইনি। এখন কষ্ট কম করি, কিন্তু ফল অনেক ভালো। আয়ের দিক থেকে হিসেব করলে এখন ভালো আছি।’
মান্না, শাকিব খান থেকে শুরু করে আলেকজান্ডার বো এবং মেহেদী পর্যন্ত, পলি তার সময়ের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন।
পলি বলেন, ‘যখন অশ্লীল ছবি করেছি ওগুলো ছিল সময়ের প্রয়োজনে। তখন ওইসব ছবি দিয়েই চলচ্চিত্র বেঁচে ছিল। এখন আর সেই দিন নেই। বদলে গেছে অনেক কিছুই। কে কি বললো তা নিয়ে আমার কিছু বলার বা ভাবার সময় নেই। সময় বদলে গেছে। দর্শকের রুচিও বদলেছে।’
বর্তমান ব্যস্ততা নিয়ে এ নায়িকা বলেন, ‘আমার একটি বুটিক হাউস আছে, সেখানে সময় দিই। আমার চারটা সন্তান, সবাই ইংলিশ মিডিয়ামে পড়ে। তাদের নিয়েই সময় কাটে।’