ইসরাইলের হাইফা নগরীর একটি তেল শোধনাগারে একটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রযুক্তিগত ত্রুটির জন্য ওই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কর্তৃপক্ষ।
শুক্রবার ইসরাইলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফায় বাজান তেল শোধনাগারগুলিতে এই আগুনের সূত্রপাত হয়। খবর ইসরাইলি গণমাধ্যম।
ইসরাইলের জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, বাজান শোধনাগারের একটি ক্ষতিগ্রস্ত পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়।
ইসরাইলি পত্রিকাটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরে তেল শোধনাগারের জরুরি বিভাগের কর্মীরা আগুন নেভাতে শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের ডাকা হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি দল এবং পরে আরো দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
ইসরাইলের চ্যানেল-১২ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, অগ্নিকাণ্ডে তেল শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ পাইপ ভেঙে গেছে।
ঘটনার পরে শোধনাগার থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। অগ্নিকাণ্ডে শোধনাগারের ক্ষতি ও সম্ভাব্য হতাহতের ঘটনা সম্পর্কে বিস্তারত কিছু বলে নি।