১৬৭ রানের টার্গেটকেও অনেকটা মামুলি বানিয়ে নিলেন দিল্লির স্মিথ-ধাওয়ানরা। ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখেই পৌছে গেলেন জয়ের বন্দরে। আর এ জয়ে উঠে গেলেন পয়েন্ট টেবিলের শীর্ষে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করে ১৬৬ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রানে অপরাজিত থাকেন নতুন ক্যাপ্টেন মায়াঙ্ক আগারওয়াল। ২৬ বলে ২৬ রান করেন ডেভিড মালান। এছাড়া ক্রিস গেইল, দিপক হুডা,শাহরুক খান সবাই ছিলেন ব্যর্থ।
প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা চার ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। একটি করে উইকেট শিকার করেছেন আভিস খান ও অক্সার প্যাটেল।
পাঞ্জাবের বড় টার্গেটকেও মামুলি বানিয়ে নেন শিখর ধাওয়ান-স্মিথরা। ৪৭ বলে ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শিখর। শুরুতে ২২ বলে ৩৯ রান করেন পৃথী শ্ব।
পাঞ্জাবের ক্রিস জর্ডান, হরমন প্রিত আর রাইলি মেরেডিথ পান একটি করে উইকেট। দুর্দান্ত ব্যাটিং করার উপহার স্বরুপ ম্যাচ সেরার পুরস্কার ওঠে পাঞ্জাবের অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের হাতে।
আগামীকাল একই মাঠে সাকিবদের কোলকাতা নাইট রাইডার্সের মোকাবেলা করবে কোহলির আরসিবি। ম্যাচটি স্থানীয় সময় আটটায় শুরু হবে।