করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে।
রাত তিনটার দিকে একজন চিকিৎসকের বরাত দিয়ে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মোহাম্মদ মুশফিকুল ফজল আনসারী এ তথ্য জানিয়েছেন।
রাত তিনটার দিকে মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুকে তিনি লিখেছেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার অবস্থা আল্লাহর রহমতে স্থিতিশীল রয়েছে। কথা হচ্ছিলো তার একজন ডাক্তারের সাথে। জানালেন, শ্বাসকষ্ট আছে তবে মাত্রা তীব্র নয়। রাত জেগে ডাক্তাররাও সার্বক্ষণিক তার স্বাস্থ্যের উপর নজর রাখছেন। কোটি কোটি মানুষের মোনাজাতকে সঙ্গী করে করোনা পরবর্তী উপসর্গকে মোকাবিলা করে চলেছেন তিনি। প্যানিক তৈরি না করে আমরা কেবল রাহমানুর রাহিমের অপার অনুগ্রহ প্রার্থনা করি।’