অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ইডেন কলেজের সামনে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইডেন কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ মে) ২৩ রমজানের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ইডেন কলেজ ছাত্রদলের আহবায়ক রেহেনা আক্তার শিরিন, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, যুগ্ম আহবায়ক জান্নাত জাহান, ১ নং আহবায়ক সদস্য তোফা মোস্তফা, তোহা আমিন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাজেদুর ইসলাম মাজেদ, বাংলা কলেজ ছাত্রদলের নেতা হাবিবুর রহমান হাবিব, কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতা মো. রব্বানি প্রমুখ।