ইফতারে জালি কাবার তৈরি সহজ রেসিপি ইফতারে জালি কাবার তৈরি সহজ রেসিপি – Sabuj Bangla Tv
  1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ইফতারে জালি কাবার তৈরি সহজ রেসিপি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৬৪ পাঠক

ইফতারে অনেকেই কাবাব খেয়ে থাকেন। আর বিভিন্ন কাবাবের মধ্যে গরুর মাংসের জালি কাবাবের স্বাদ অনন্য। জনপ্রিয় এই কাবাব সাধারণত বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট থেকেই কিনে খাওয়া হয়!

তবে চাইলে ঘরেই মজাদার এই কাবাব তৈরি করা যায়। রেসিপি অনুসারে জালি কাবাব খুব কম সময়েই তৈরি করা যায়। তাহলে আর দেরি কেন, ইফতারে ঘরেই তৈরি করুন জালি কাবাব। জেনে নিন তৈরির সহজ রেসিপি-

jagonews24

উপকরণ

১. গরুর মাংসের কিমা ২কাপ
২. ধনে পাতা ২ টেবিল চামচ
৩. পুদিনা পাতা ২ টেবিল চামচ
৪. আদা কুচি ১ টেবিল চামচ
৫. রসুন কুচি ১ টেবিল চামচ

jagonews24
৬. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৭. পাউরুটি ৬ পিস
৮. শুকনো মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
৯. টমেটো সস ১ টেবিল চামচ
১০. ডিম ২ টি
১১. তেল আধা কাপ
১২. লবণ স্বাদ অনুযায়ী

পদ্ধতি

প্রথমে সব মশলা এবং পাউরুটি একসঙ্গে মিশিয়ে নিতে হবে গরুর মাংসের কিমার সঙ্গে। এবার একটি ডিম ভালোভাবে ব্লেন্ড করে গরুর মাংসের কিমার সঙ্গে মিশিয়ে নিন।

jagonews24

এবার কিমা ভাগ ভাগ করে নিয়ে হাতের তালুতে কাবাবের মতো আকার দিয়ে শেপ তৈরি করে কিছুক্ষণ রেখে দিন। আরেকটি ডিম ব্লেন্ড করে কিমার কাবাবগুলো ডিমে ডুবিয়ে নিন।

প্যানে পর্যাপ্ত তেল গরম করে কাবাবগুলো একেক করে ডুবো তেলে ভেজে নিন। যতক্ষণ না বাদামি রং হচ্ছে; ততক্ষণ এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিন।

ভাজা হয়ে গেলে একটি প্লেটে টিস্যু বিছিয়ে তার উপরে উঠিয়ে রাখুন। এতে অতিরিক্ত তেল টিস্যু পেপার শুষে নেবে। ইফতারের সময় পরিবেশন করুন মজাদার জালি কাবাব।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD