ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। শনিবার (৮ মে) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় স্থল সীমান্ত বন্ধের এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ২৬ এপ্রিল প্রথম দফায় স্থলসীমান্ত বন্ধ করা হয়।
জানা যায়, প্রথম দফার নিষেধাজ্ঞার মত এবারেও শুধুমাত্র যেসব বাংলাদেশের নাগরিক চিকিৎসার করাতে গিয়ে ভারতে আটকে পড়েছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম শুধু তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। তবে সেক্ষেত্রে দিল্লি, কলকাতা ও আগরতলাস্থ বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।
তবে ঈদের ছুটির আগে বাংলাদেশ মিশনগুলো থেকে অনাপত্তিপত্র দেয়ার ক্ষেত্রে কড়াকড়ি মেনে চলা হবে। সীমান্ত এলাকায় ভারত ফেরতদের কোয়ারেন্টিন জায়গার সংকটের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ব্রেকিংনিউজ/পিসি