নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডুনেডিনে কাউন্টডাউনের একটি সুপারশপে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় জড়িত একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেছেন, এ হামলার কারণ স্পষ্ট নয়। তবে এটি ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা’ হওয়ার কোনো লক্ষণ নেই।
নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা সাধারণত খুব কম ঘটে। তবে ২০১৯ সালে ক্রাইস্টচার্চের একটি মসজিদে একজন শেতাঙ্গ বন্দুক নিয়ে হামলা চালিয়ে দুটি মসজিদে অন্তত ৫০ জনকে হত্যা করে।
আজকের হামলার বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি আরও জানিয়েছে, আহতদের মধ্যে ওই সুপারশপের কর্মী এবং গ্রাহক, উভয়ই রয়েছেন।
ওটাগো ডেইলি টাইমসের খবরে এক নারীর বরাতে বলা হয়, প্রথমে একজনের কান্নার শব্দ শোনা যায়। তখন তারা মনে করেছিলেন, কেউ হয়তো পড়ে গেছে। তবে পরবর্তীতে কান্নার আওয়াজ জোরে হতে থাকে এবং তা বাড়তেই থাকে।
এ ঘটনার পর ওই সুপারশপটি বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার দিনের বাকি সময় এবং মঙ্গলবার এটি বন্ধই থাকবে।