আজ বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন খ্যাতনামা ব্যক্তিরা। কেউ কেউ আবার তাদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন দিবসটি উপলক্ষে। অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা অন্যদের চেয়ে একটু ভিন্ন ধরনের কথা বললেন। দিবসটি ঘিরে মা হওয়ার সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতার কথা বললেন তিনি।
মা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মিথিলা। সেখানে তিনি বলেন, ‘মা হওয়া বাধ্যতামূলক নয়। একজন নারী নিজে সিদ্ধান্ত নেবেন, তিনি আদৌ মা হতে চান কি-না। কারো ওপর সেটা চাপিয়ে দেয়া উচিত নয়।
পাশাপাশি একজন মায়ের পারিপার্শ্বিক দায়িত্ববোধ নিয়েও তিনি কথা বলেছেন তিনি। মিথিলা বলেন, ‘একজন মায়ের যোগ্যতা নিয়ে প্রশ্ন না তুলে তার দায়িত্ব ভাগ করে নেয়া উচিত। একই সঙ্গে মাতৃত্বকে উচ্চ স্থানে বসিয়ে মায়েদের ওপরে মানসিক চাপ দেয়াও ঠিক নয়।’