কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্প-১৮ ও ১১ তে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮ ব্লক- এল/১৮ স্থ নিজ শেল্টারের সামনে ফকির আহমেদের ছেলে মো. আবুল কালাম (৫৬) ও তার মেয়ে উম্মে হাবিবা (৭) (এফসিএন- ২৩২৭২৭) বজ্রাঘাতে মারা যায়।
একই সময়ে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প ১১, ব্লক- ডি/১৫ স্থ এলাকায় হোসেন আহমেদের মেয়ে (এফসিএন নং-১৯৩৭২০) ঐশী (১৪)।
স্থানীয় সূত্র জানায়, শবে কদরের রাতের শেষ সময়ে সোমবার ভোররাতে আকস্মাৎ ঝড়ো বৃষ্টি শুরু হয়। সাথে শুরু হয় বজ্রপাতও। এতে ক্যাম্প-১৮তে বাবা-মেয়ে ও ক্যাম্প-১১ তে আরেক কিশোরী বজ্রাঘাতের শিকার হয়।
প্রতিবেশী ও স্বজন রোহিঙ্গারা তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা-মেয়ে ও অপরজনকে মৃত ঘোষণা করে।
এদিকে, গত কিছু দিনের ভ্যাপসা গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠে। হাসফাঁস জীবনে সোমবার সকালেও কালবৈশাখী ঝড় সবার মাঝে স্বস্থি আনে। কিন্তু ঝড়ের সাথে ব্জ্রপাতে ৩ রোহিঙ্গার মৃত্যু ক্যাম্পগুলোতে শোকের ছায়া পড়েছে বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী।